বুধবার রাতে কাজ থেকে ফেরার পথে চলন্ত টোটোতে আচমকাই স্ত্রীর ঘাড়ে কোপ মারে স্বামী। কিছু বোঝার আগেই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকাকে জুড়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার দিঘি এলাকায়। মৃতার নাম আয়েশা বিবি ও অভিযুক্ত স্বামীর নাম জাজজিদ শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আয়েশা বিবি ও জাজজিদ শেখ ভগবানগোলা এলাকাতে কাজ করত। বুধবার রাতে কাজ থেকে টোটো করে বাড়ি ফেরার সময় টোটোর মধ্যেই জাজজিদ শেখ আয়েশা বিবির ঘাড়ে আচমকাই কোপ মেরে পালিয়ে যায়। মহিলার আর্তনাদ শুনে চমকে যান টোটোচালক। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থলে ছুঁটে আসে এলাকাবাসী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা আয়েশা বিবিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মহিলার স্বামী জাজজিদ শেখের বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন কয়েক বছর আগে জাজজিদ শেখের সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার। বিয়ের পর থেকেই বিভিন্ন কারনে তাদের মধ্যে প্রায়শই বচসা লেগে থাকত। তাদের বর্তমানে দুই সন্তান রয়েছে। এই ঘটনার পিছনে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কের কারন রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জাজজিদ শেখ। পুলিশ টোটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জাজজিদ শেখের তল্লাশি শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।