Murshidabad Police Sucide : পারিবারিক বিবাদের জেরে পুলিশ আত্মঘাতী

আরও পড়ুন

বহরমপুরের কেন্দ্রীয় শোধনাগারের কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল এক পুলিশকর্মীর মৃতদেহ। মৃত ওই পুলিশ কর্মীর নাম সিদ্ধার্থ সরকার, বয়স ৫৯ বছর। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সংশোধনাগার কোয়ার্টার চত্বরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশি সূত্রে খবর, সিদ্ধার্থবাবুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করা হলে কেউ কিছু পরিষ্কার করে জানায়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, পারিবারিক বিবাদের জেরে সিদ্ধার্থ সরকার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সিদ্ধার্থবাবুর মৃত্যুর কারন খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা ।

ফোর্টিন টাইমলাইন, বহরমপুর, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close