Murshidabad : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন

আরও পড়ুন

স্ত্রী’র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে, বাড়িতে ডেকে এক যুবককে খুনের অভিযোগ উঠল সেই মহিলার স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম ফিরদৌস শেখ। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুরের জিনারপাড়া এলাকায়। এই ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, একই গ্রামের বাসিন্দা আক্তারুল শেখ সন্দেহ করত, তাঁর স্ত্রী’র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ফিরদৌসের। এর আগে বেশ কয়েকবার হাতেনাতে ধরার জন্য ফাঁদ পেতেছিল আক্তারুল। কিন্তু কোনওবারই সফল হয়নি। শেষে বুধবার ফিরদৌসকে নিজের বাড়িতে ডেকে পাঠায় আক্তারুল। এরপর হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। পরপর আঘাতে ফলে ঘটনাস্থলেই কাতরাতে কাতরাতে মারা যান ফিরদৌস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এরপর আক্তারুল শেখ পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close