Murshidabad : বাসে লরির ধাক্কা, নিহত ২, আহত ২২

আরও পড়ুন

সোমবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন প্রায় ২২ জন। এদিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকায়। আহতদের সকলকেই বাসুদেবপুর স্বাস্থ্যকেন্দ্র এবং জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্‍সার জন্য ভর্তি করানো হয়।

সূত্রের খবর, নিহতদের মধ্যে একজন জোতরামচাঁদ গ্রামের বাসিন্দা। নাম ইন্দ্র কুমার দাস। বয়স ৩৫ বছর। ওপর একজন সুতি থানার হকসাহেবপাড়া এলাকার বাসিন্দা। নাম মানোয়ারা বিবি, বয়স ৪৫ বছর। এদিন সকালে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী একটি বাস সামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকাতে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে যাত্রী তুলছিল। সেই সময় পেছন থেকে একটি লরি এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসের দু’জন যাত্রী পড়ে গিয়ে চাকার তলাতে পিষ্ট হয়ে মারা যান এবং বাসে থাকা প্রায় ২২ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। এমন দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত ওই এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close