Fake currency, Murshidabad : জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার ২

আরও পড়ুন

জাল নোট হাত বদল করতে গিয়ে গ্রেফতার হল ২ যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়। ধৃত ওই ২ যুবকের নাম নাসিম শেখ (৩৪) এবং মইদুল ‌শেখ (২৮)।

সূত্রের খবর, শুক্রবার রাতে ওই দুই যুবক রঘুনাথগঞ্জ তেঘরী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্পাসের মধ্যে সেখানে জাল টাকা নিয়ে হাজির হয়। এক ব্যক্তির হাতে সেই টাকা তুলে দেওয়ার জন্য তারা সেখানে উপস্থিত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার অ্যান্টি ক্রাইম টিমের অফিসাররা ওই স্বাস্থ্যকেন্দ্রে হানা দেয়। সেখান থেকে তারা ওই দুই যুবককে ৯৯ হাজার ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করে।

জানা গেছে, নাসিম এবং মইদুল শেখ নামে ওই দুই যুবক মালদার এক দালালের থেকে প্রায় ৪০ হাজার টাকারমতো জাল নোট সংগ্রহ করে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। তারা স্বীকার করে, ওই জাল নোটগুলি বাংলাদেশ হয়ে ভরতে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল এবারের দুর্গাপুজোর মধ্যে সেই জাল নোটগুলি চারদিকে ছড়িয়ে দেওয়া। কিন্তু, গোপন সূত্রে খবর পেয়ে তাদের এই পরিকল্পনা বাঞ্চাল করে দেয় পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close