সৎ মায়ের আগমণ এমন-ই আতঙ্কে আত্মঘাতী এক কিশোর। শনিবার ঘটনাটি ঘটেছে বহরমপুরের রানিনগরের কালীনগর গ্রামে। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।
সূত্রের খবর, আত্মঘাতী সেই কিশোরের নাম জুনাইদ আলম ওরফে রিমন। বয়স ৯ বছর। মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। বাবা আরও একটি বিয়ের কথা ভাবছেন। ফলে, বাড়িতে সৎ মা আসবেন(!) এতে অশান্তি সৃষ্টির আশঙ্কায় বাড়িতেই গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রিমন। তার ছোট ভাই সেই দৃশ্য দেখে পাড়ার প্রতিবেশীদের ডাকে। এসে তারা রিমনের মৃতদেহ উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, রিমনের বাবা পেশায় ঝালমুড়ি বিক্রেতা। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি সকালে রান্না করে ছেলেদের খাইয়ে নিজের কাজে বেরিয়ে যান। সারাদিন তার ছেলেরা পাশের একটি বাড়িতে দিন কাটায়। স্থানীয়দের দাবি, মায়ের বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেনি রিমন। সে মাঝে মধ্যেই বলত তার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। মায়ের না থাকার অভাববোধ করতো সে। এমনটি দেখে বাবা আরও একটি বিয়ে করার সিদ্ধান্ত নেন। ফলে সৎ-মায়ের আসার আতঙ্কে আত্মঘাতী হয়েছে সে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, বহরমপুর।