পারিবারিক অশান্তির জেরে স্ত্রী-কে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আয়েশবাগ এলাকায়। সূত্রের খবর, বেশ কিছু দিন যাবত পারিবারিক কারনে পিন্টু ও রুম্পার মধ্যে বচসা চলছিল। অশান্তি চরমে পৌঁছনোর ফলে রুম্পা নিজের বাপের বাড়িতে চলে যান। বেশ কয়েকবার তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল পিন্টু। কিন্তু স্ত্রী পুনরায় শশুরবাড়ি ফিরতে না চাওয়ায় রাগেরবশে শশুর বাড়ি গিয়ে চড়াও হয় অভিযুক্ত স্বামী।
স্বামীর আসার খবর আন্দাজ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যান রুম্পা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী-র পিছনে তাড়া করে পিন্টু। তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্ত্রী-কেবলে আভিযোগ। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন রুম্পাদেবী। এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী পিন্টু। ধারালো অস্ত্রটিও অফিসারদের হাতে তুলে দেয় সে। সূত্রের খবর, মৃতার নাম রুম্পা সর্দার। ৬ বছর আগে বিয়ে হয় পিন্টু এবং রুম্পার। তাদের একটি পুত্র এবং কন্যা সন্তানও রয়েছে।
অন্যদিকে নিজের দিদিকে বাঁচাতে গিয়ে জখম হন প্রসেনজিৎ মাল। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে।
ফোর্টিন টাইমলাইন, আয়েসবাগ মুর্শিদাবাদ।