Murshidabad : সড়ক না পুকুর বোঝাই দায় হয়ে দাঁড়িয়েছে সুতির মানুষের কাছে

আরও পড়ুন

ভোট আসে, ভোট যায়, জনপ্রতিনিধিদের দেওয়া প্রতিশ্রুতি গঙ্গার বুক বেয়ে বয়ে চলে যায়। এমনই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদ জেলার সুতির জগতাই দু’নম্বর অঞ্চলের ব্যাংডুবি থেকে নিমতিতা রেলগেট যাওয়ার পথে ডিহিগ্রামে প্রায় ২০০ মিটার রাস্তার হাল রীতিমতো বেহাল। বিগত ৫ বছর থেকে পড়ে রয়েছে একই অবস্থায় ভোট আসে, ভোট যায় প্রতিশ্রুতি দেওয়া হয় কাজের, কাজ কোন কিছুই দেখা যায় না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে ১২ হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস করেছিলেন তাহলে কেনই বা বেহাল হয়ে রয়েছে এই রাস্তা, টোটো থেকে শুরু করে লরি চালক,বাস চালক সাধারন সাধারণ মানুষ সকলেই পড়ছেন সমস্যায়। এই রাস্তায় সাজুরমোড় থেকে চাঁদের মোড় যাওয়ার মূল রাজ্য সড়ক।

উল্লেখ্য, বেশ কিছু দিন আগেই এই রাস্তার কাজ সম্পন্ন হয় রাস্তার কাজ সম্পন্ন হতেই প্রশ্ন তুলেছিলেন অনেকেই রাস্তার কাজের মান নিয়ে, রাস্তার কাজ সম্পন্ন হতেই বিভিন্ন জায়গায় দেখা যায় রাস্তার মাঝে গর্ত, কোথাও আবার রাস্তা চেনার উপায় নেই, সামান্য বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় জল জমে পুকুরে পরিণত হয়েছে, সাজুরমোড় থেকে চাঁদেরমোড় পর্যন্ত রাস্তার কাজ হলেও বর্ষা পড়তেই খানাখন্দে ভরে গেছে- রাস্তা কারণে ঘটছে দুর্ঘটনা অবিলম্বে রাস্তা ঠিক করার দাবি চালক থেকে শুরু করে এলাকার মানুষদের।

মুর্শিদাবাদের সুতি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close