Murshidabad : মুখ্যমন্ত্রীর নির্দেশ না মেনে খোলা রইল স্কুল !

আরও পড়ুন

রবিবার মুখ্যমন্ত্রী সোমবার থেকেই গরমের ছুটির ঘোষণা করেন। সেই নির্দেশানুযায়ী সোমবার সব স্কুলই বন্ধ থাকার কথা। কিন্তু সরকারি নির্দেশিকা অমান্য করে মুর্শিদাবাদে এদিন খোলা রইল স্কুল। সরকারি নির্দেশিকা অমান্য করে পঠন-পাঠন চালু রাখা নিয়ে কিছু বলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, মুর্শিদাবাদের নবগ্রামের গুরাপাশলা এস.কে নিকেতন-এর ঘটনা। সোমবার সকালে স্কুল পোশাকেই পড়ুয়াদের আনাগোনা করতে দেখা যায়। এক পড়ুয়ার দাবি, স্কুল ছুটির ঘোষণা করা হলেও তাদের স্কুল খোলা রয়েছে। গরমে স্কুলে আসতে কষ্ট হচ্ছে, তারাও ছুটির দাবি করছে।

উল্লেখ্য, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুল-কলেজ ছুটির ঘোষণা করেন। ছোটদের এই প্রখর রোদ থেকে বাঁচানোর জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সরকারি নির্দেশিকা অমান্য করে মুর্শিদাবাদের এই স্কুল খোলা থাকায় উঠছে প্রশ্ন। এখন দেখার এরপরেও কি খোলা থাকবে মুর্শিদাবাদের নবগ্রামের গুরাপাশলা এস.কে নিকেতন ?

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close