প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে মুর্শিদাবাদে ছুটে এলেন তরুণী। এলাকায় এমন খবর চাউর হতেই রীতিমতো ভিড় জমছে প্রেমিকের বাড়িতে। আমেরিকার বাসিন্দা হলেও ওই তরুণী আদতে বাংলাদেশি। তার নাম রাইহান আক্তার। সূত্রের খবর, তিন বছর আগে মুশিদাবাদের বাসিন্দা মুসাফির হোসেনের সঙ্গে রাইহান আক্তার-এর পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। পরে সেই আলাপ গোড়ায় বন্ধুত্বে এবং অবশেষে প্রেমে। রবিবার কলকাতার এয়ারপোর্টে এসে পৌঁছন রাইহান। মুশাফিরের পরিবার নিতে গিয়েছিল তাকে। এরপরে সকলে মিলে আসে রানিনগরের বাড়িতে। সেই থেকেই ‘বৌ দেখতে’ ভিড় করছেন স্থানীয়রা। মুশাফিরের পরিবার জানিয়েছেন, খুব তাড়াতাড়িই সামাজিকভাবে বিয়ে হবে তাদের।
ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।