নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারায় ৩ বাইক আরোহীর মৃত্যু হ’ল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কে। আচমকা মোটর বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পিলারে ধাক্কা মারলে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। পথচারীরা তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, নিহত ওই ৩ যুবকের নাম সৌভিক বিশ্বাস (২২), সোমনাথ বিশ্বাস (৩২) ও তপন ঠিকাদার (২২)।মৃত ৩ যুবকের বাড়িই হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুর কলোনী ও বারুইপাড়ায়।
আকন্ঠ মদ্যপান করে তারা তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। সেইসঙ্গে এদিন তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না।নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইলেকট্রিক পোলে ধাক্কা মারায় সঙ্গে সঙ্গে রাজপথেই ছিটকে বলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ইমারজেন্সি ওয়ার্ড থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বহরমপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে নতুন করে তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।