শনিবার দুপুরে মুর্শিদাবাদের অর্জুনপুর এলাকায় স্কুল থেকে ফেরার সময় দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে সেইসঙ্গে আহত হ’ল আরও একজন।
সূত্রের খবর, মৃতের নাম সালমা খাতুন। বয়স ৬ বছর। স্কুল থেকে ফেরার সময় তার সঙ্গে ছিল তার দাদা। সে তৃতীয় শ্রেণির পড়ুয়া। এদিন দুপুরে স্কুল থেকে একসঙ্গেই বাড়ি ফিরছিল দু’জনে । রাস্তার ধারে একটি মাটির বাড়ির নিচে মাটি ভরাট করা হচ্ছিল। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই দুই শিশুর উপর ভেঙে পড়ে ওই বাড়ির পাশে থাকা একটি ৫ ইঞ্চির দেওয়াল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দু’জনকে উদ্ধার করে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সালমাকে মৃত বলে ঘোষণা করেন। আরেকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া। সম্প্রতি, দেওয়াল ধসে একাধিক স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে যা অত্যন্ত বেদনাদায়ক।
ফোর্টিন টাইমলাইন , অর্জুনপুর, মুর্শিদাবাদ।