Murshidabad : আধার কার্ড জালিয়াতিচক্রের পান্ডা প্যারিস গ্রেফতার

আরও পড়ুন

আধার কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার সয়দকুলুট গ্রামে। গোপনসূত্রে খবর পেয়ে আধার কার্ড জালিয়াতির সঙ্গে যুক্ত ধৃত দুই যুবকের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। NRC-র সময় সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস ও আলি আক্তার নামের ২ ব্যক্তি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আধার কার্ড নেয়। তাদেরকে বলে তাদের আধার কার্ড দিলে এনআরসি-র সমস্ত কাগজপত্র ঠিক করে দেওয়া হবে। সেই আধার কার্ডগুলি নিয়ে বিভিন্ন মোবাইলের সিম তোলে ওই দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close