Murshidabad : পরীক্ষা দিতেএসে ২৪ ঘন্টা বিদ্যালয়েই আটকে ছাত্রী !

আরও পড়ুন

স্কুলে পরীক্ষা দিতে গিয়ে তিন তলায় আটকে ছিল অপর্ণা দাস নামের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ এমএমসি গার্লস হাই স্কুলে। রবিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয় ওই স্কুলেরই তিনতলা থেকে।

স্থানীয় এক রাজমিস্ত্রি আটকে থাকা ওই পড়ুয়াকে প্রথম দেখতে পান। এরপরই তড়িঘড়ি খবর দেয়া হয় স্কুল কর্তৃপক্ষকে। সেইসঙ্গে স্কুলে পৌঁছয় পড়ুয়ার পরিবারের সদস্যরা। অপর্ণাকে তারা উদ্ধার করে স্থানীয় লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

অপর্ণার বাবা প্রদ্যোৎ কুমার দাস জানান- আমি স্কুলের দ্বাররক্ষীকে বলেছিলাম, তিন তলায় একবার দেখার জন্য- সেখানে তাঁর মেয়েরয়েছে কি না? কিন্তু স্কুলের সেই দ্বাররক্ষী আমাকে জানায় তিনতলায় কোনও পরীক্ষা হয়নি।

সূত্রের খবর, মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপর্ণা দাস। লালবাগ এম এম সি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সে। শনিবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল সে। এরপরই সে আটকে পড়ে বিদ্যালয়েরই তিন তলায়। প্রায় ২৪ ঘন্টা একটি বিদ্যালয়ের ছাত্রী বিদ্যালয়কক্ষে আটকে পড়ায় রক্ষী থেকে শুরু করে প্রধান শিক্ষিকা পর্যন্ত পর্যন্ত সকলেই নড়েচড়ে বসেছেন। তারা জরুরী বৈঠকের আহ্বানও করেছেন বলে জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close