Murshidabad : হরিহরপারায় আদিবাসী যুবকের সৎকার করল মুসলিম ভাইয়েরা

আরও পড়ুন

নজিরবিহীন ঘটনা দাগ কেটেছে সকলের মনে। আদিবাসী যুবকের সৎকারের কাজে হাত লাগাল মুসলিম যুবকরা। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া বিডিও রোড সংলগ্ন এলাকায়। জানা যায় গত এক বছর ধরে অসুস্থ ছিল সম্রাট রাজমাল নামে ওই যুবক। রবিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তার। পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় স্থানীয় মুসলিম যুবকরা এগিয়ে আসে তার শেষকৃত্যে।

সামাউন সেখ, মাজেদ আলী, আরমান আনসারী, হাবিবুর সেখ,নামদার খান, নুরইসলাম শেখ সহ এলাকার বেশ কিছু যুবকরা স্থানীয় দোকান থেকে এবং রাস্তায় চাঁদা তুলে হরিহরপাড়ার শ্রীহরিপুর শ্মশানে তার সৎকারের ব্যবস্থা করে। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এমন নজিরবিহীন ঘটনা দাগ কেটেছে সকলের মনে। গ্রামবাসী সামাউল সেখ বলেন এই গ্রামে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে মিশে একসাথে থাকি। স্থানীয় পঞ্চায়েত সদস্য নিমাই রাজমাল বলেন আমাদের এখানে কোন ভেদাভেদ নেই হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একসঙ্গেই বসবাস করি, আজ যেমন সম্রাট রাজমালের সৎকারের কাজে হাত লাগালো স্থানীয় মুসলিম যুবকরা বলে জানান তিনি।

হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এমন নজিরবিহীন ঘটনা দাগ কেটেছে সকলের মনে। দিন আনা দিন খাওয়া সংসারে ওই যুবক মারা যাওয়ার পর সৎকারের অর্থও ছিল না তাদের। মুসলিম ভাইয়েরা এগিয়ে আসে তার সৎকারের কাজে । সকলের কাছ থেকে তাদের সামর্থ্য মত চাঁদা নিয়ে সম্রাট রাজমালের সৎকারের ব্যবস্থা করে এলাকার মুসলিম ভাইয়েরা। হরিহরপারার হিন্দু-মুসলিম সম্প্রীতির নিদর্শন সারা দেশকে পথ দেখাবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close