Nadia : তাড়স্বরে ডিজে বাজাতে নিষেধ করায় আক্রান্ত দু’জন পুলিশকর্মী

আরও পড়ুন

শুক্রবার রাতে তাড়স্বরে ডিজে বাজাতে নিষেধ করায় আক্রান্ত দু’জন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে রাণাঘাটের থানারপাড়া এলাকায় । এঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, রাণাঘাটের থানারপাড়া এলাকার বাসিন্দা জয় ঘোষের বাড়ির সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল শুক্রবার রাতে। তাড়স্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তারা। সেসময় রানাঘাট থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রতিবাদ জানান। তিনি আওয়াজ কম করতে বলায় ঘোষ পরিবারের সদস্যরা তার উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাকে বেধড়ক মারধর করা হয়। তার আর্তনাদ শুনে রানাঘাট থানারই এ-এস -আই রফিকুল আলম ছুটে এলে তখন তার উপরেও চড়াও হয় দুর্বৃত্তরা। । খবর পেয়ে ছুটে আসে রাণাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।। সঙ্গে সঙ্গে আহত দুই পুলিশ কর্মীকে রাণাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে চিকিৎসকের পরামর্শ মত তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশকে আক্রমণের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার অভিযুক্তদের রাণাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে ।

ফোর্টিন টাইমলাইন, নদিয়া,রাণাঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close