মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী এবং শ্বশুরমশাইকে খুন করল জামাতা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপ বসাতে থাকে জামাই বলে অভিযোগ। জামাইয়ের এহেন কান্ড দেখে হতবাক পরিবারের বাকি সদস্যরা। ভয়ে বাড়ি থেকেই পালিয়ে যান বাকিরা বলে খবর। এই ঘটনায় নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাইগাছিপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, অভিযুক্ত সেই ব্যক্তির নাম অজয় বিশ্বাস। রবিবার রাতে মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে শ্বশুরবাড়িতে হাজির হয়। এরপর গালিগালাজ শুরু করতে থাকে। তার স্ত্রী নমিতা বিশ্বাস তাকে আটকাতে এলে তাকে সেই অস্ত্র দিয়ে কোপ বসায়। সেই দৃশ্য দেখেই নমিতা বিশ্বাসের বাবা প্রতিবাদ করতে আসায় তাকেও কোপ বসাতে থাকে গুণধর জামাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। গুরুতর আহত তার স্ত্রী এবং শ্বশুরমশাইকে উদ্ধার করে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে অভিযুক্তের স্ত্রী নমিতা বিশ্বাস বলেন, “আমাদের বিয়ের প্রায় ১৭ বছর হয়েছে ৷ এই এতো বছর ধরে আমি শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করে আসছি। পরিবারের মুখের দিকে তাকিয়ে কোনওদিন প্রতিবাদ করিনি। মাঝেমধ্যেই মারধরও করতো আমায়। এইভাবে আমার বাবার বাড়িতে ঢুকে এই কাণ্ড ঘটাবে তা কখনও ধারনাও করতে পারিনি।’’ তার স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ফোর্টিন টাইমলাইন,শান্তিপুর, নদিয়া।