Nadia : সাতসকালে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন

রবিবার কাকভোরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের খবর ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা থানার নগরউখড়া এলাকায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। যা দেখে রীতিমতো গা শিউরে উঠেছিল প্রত্যক্ষ দর্শীদের। মৃত ওই মহিলার নাম অসীমা সিং। এরপর খবর দেওয়া হয় হরিণঘাটা থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মহিলাটিকে উদ্ধার করে স্থানীয় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে থাকা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী হাসপাতালের পুলিশমর্গে পাঠানো হয়েছে। হরিণঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এমন কাজ করেছে তার চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তে থাকা পুলিশ অফিসাররা। সেইসঙ্গে তারা মৃত্যুর কারনও খতিয়ে দেখছেন।

ফোর্টিন টাইমলাইন, নদিয়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close