নয়া ছক কষে ব্যাংক একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা ফাঁকা করে দিচ্ছে সাইবার প্রতারকদের দল। ‘আপনার মোবাইল নম্বরের লটারি লেগেছে’,’আপনার ব্যাংক অ্যাকাউন্ট আজ-ই বন্ধ হয়ে যাচ্ছে’ ওই শব্দগুলো আজ অতীত, সাইবার প্রতারকেরা স্বাস্থ্যকর ব্যাংক একাউন্ট দেখে মোবাইলে মেসেজ পাঠাচ্ছে- ‘আপনার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, দ্রুত ওই বিল না মেটালে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাঠানো হচ্ছে একটি মোবাইল নম্বরও । যারাই ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে অনলাইনে বিদ্যুতের বিল মেটাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই কলকাতার এক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বিদ্যুতের বিল অনলাইনে মেটাতে তাঁর মোবাইল ফোনে একটি এসএমএস আসে। তিনি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করতে গিয়ে তার নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে গুনে গুনে খুইয়েছেন দু’লক্ষ টাকা। ওই ঘটনার পর তিনি দৌড়ঝাপ করছেন কলকাতার লালবাজারের সাইবার ক্রাইম সেল এবং সরশুনা থানায়।
অনুরূপ মেসেজ রায়গঞ্জ বিএমইচ অফিসের অন্তর্গত এক কমিউনিটি হেলথ অফিসারের মোবাইলে মেসেজ এসেছে। যেখানে বলা আছে, আজ রাত সাড়ে ৯ টায় আপনার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কারণ হিসেবে বলা হয়েছে আপনার পূর্ববর্তী মাসের ইলেকট্রিক বিল আপডেট করা হয়নি। দ্রুত যোগাযোগ করুন আমাদের ইলেক্ট্রিসিটি অফিসারের সঙ্গে। যার মোবাইল নম্বর-৯৩৩৯৬৪৫৬৫৯ নম্বরে।
Notification.
Dear Consumer Your Electricity power will be disconnected. Tonight at 9.30 pm from electricity office. because your previous month bill was not update. Please immediately contact with our electricity officer 9339645659 Thank
যথারীতি এমন মেসেজ পেয়ে তিনি তাঁর পুলিশ বিভাগে কর্মরত স্বামীর মোবাইলে বার্তাটি পাঠান । ওই ভদ্র মহিলার স্বামী নিজেকে পুলিশ দপ্তরে কর্মরত কর্মী হিসেবে নাম বলে পরিচয় দিয়ে তিনি জানতে চান কোন মাসের বিদ্যুতের বিল বাকি। বিপরীত দিক থেকে প্রথমেই ল্যান্ড ফোন থেকে ফোন পেয়ে জানতে চান কোন পুলিশ অফিসে রয়েছেন? ফোন গ্রহীতা বলে- আপনি কিভাবে বিল দিয়েছেন? স্বামী ভদ্রলোকটি বলেন, কেনও অনলাইনে পেমেন্ট করেছি। তার হিস্ট্রি রয়েছে। তাছাড়া মাঝে মধ্যে আমরা এটিপি মেশিনেও পেমেন্ট করে থাকি। ঠিক আছে আমি এখন রাখছি, বাড়ি চলে যাচ্ছি । বিস্মিত হয়ে ফোন কর্তা জানতে চান- বিকেল পৌণে পাঁচটার সময় আপনি বাড়ি চলে যাচ্ছেন ? আপনার অফিস তো সাড়ে পাঁচটা পর্যন্ত (!) উত্তরে ওই মোবাইল নম্বরের ফোন গ্রহীতা বলেন- খুব ব্যস্ত আছি, আমি ক’দিনের জন্য ছুটি নিয়েছি তো তাই আমি বাড়ি চলে যাচ্ছি । এই বলে তিনি কোনক্রমে পুলিশ অফিস কর্মীর ল্যান্ড লাইন ফোনের সংযোগ কাটতে পারলেই যেনও বেঁচে যান ।
যেহেতু ওই দিনই বিদ্যুৎ সংযোগ রাত সাড়ে ন’টায় বিচ্ছিন্ন করা হবে এমনটি জানার পর ওই স্বামী ভদ্রলোকটি যোগাযোগ করেন তারই পরিচিত বিদ্যুৎ দপ্তরে কর্মরত পরিচিত এক ব্যক্তির সঙ্গে। বিদ্যুৎ দপ্তরে কর্মরত ওই কর্মীই তখন বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, এটি হ্যাকারদের একটি পেতে রাখা ফাঁদ। তাদের নির্দেশ মতো চললেই ব্যাংক একাউন্ট থেকে সমস্ত টাকা ফাঁকা হয়ে যাচ্ছে বলে তারাও এমন অভিযোগ পেয়েছেন।
অন্যদিকে ওই মোবাইল ফোনের নম্বরটি-ই এখন রীতিমতো আলোচনার কেন্দ্র বিন্দুতে। কারা এমন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তা জানতে কলকাতার লালবাজার তো বটেই, জেলার সাইবার ক্রাইম থানা গুলিও নড়েচড়ে বসেছে। কবে যে এই চক্রের পান্ডারা ধরবে তা অবশ্য সময়ই বলবে। ততদিনে অবশ্য শয়ে শয়ে মানুষ প্রতারিত হয়ে ‘থানা আর বাড়ি ‘ ছুটোছুটি করে কার্যত পথেই বসবেন ।
ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা ও রায়গঞ্জ।