মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণার গাইঘাটা থানার গোপালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ওই যুবকের নাম সৌরভ দাস, বয়স ২৪। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সৌরভ দাস টেবিল ফ্যান চালিয়ে খেতে বসে। আচমকাই তার বোন রিম্পা দাস দাদার আর্ত চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখে তার দাদা সৌরভ দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারন খতিয়ে দেখছে বিদ্যুৎ দফতর ও পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, উত্তর চব্বিশ পরগণা।