মঙ্গলবার সকালে শিয়ালের শিকার হ’ল বছর দেড়েক বয়সের এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি পশ্চিমপাড়া এলাকায়। মৃত ওই শিশুর নাম মেহবুল হোসেন।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে আপনমনে হাত পা ছুরছিল ওই শিশুটি। পরিবারের অলক্ষ্যেই আচমকাই একটি শিয়াল এসে ওই শিশুটিকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যন্ত্রনায় শিশুটি চিৎকার করতে শুরু করতে থাকলে প্রতিবেশীরা ছুঁটে আসে। শিয়ালকে দেখতে পেয়ে লাঠি নিয়ে সবাই ছুটে এসে তাড়া করলে শিয়ালটি বাচ্চাটিকে ফেলে পালিয়ে যায়।
এরপর শিশুটির পরিবার আহত শিশুটিকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
ফোর্টিন টাইমলাইন, নুরনগর, উত্তর চব্বিশ পরগনা।