শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার নৈহাটির শিবদাসপুর এলাকায় গুলিকাণ্ডে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয় ও পুলিশি সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে এলাকায় একটি চায়ের দোকানে বসে গল্প করছিল জাকির হোসেন নামের এক তৃণমূল কর্মী। আচমকাই আততায়ীরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে ও গুলি চালায়। তিনটি গুলি লাগে জাকিরের শরীরে ও বোমার আঘাতে গুরুতর আহত হয় দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। রবিবার ভোরে মৃত্যু হয় জাকিরের। এলাকাবাসীদের অনুমান পুরোনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে। এলাকায় অবৈধ হেরোইন ও অস্ত্র সরবরাহ হত। কিন্তু এই চক্রের কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জাকির। নানা কারণে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে ঝামেলা লাগত জাকিরের। পুলিশের প্রাথমিক অনুমান এমন কোনও ঝামেলা থেকেই এই হামলার ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।
ফোর্টিন টাইমলাইন, উত্তর চব্বিশ পরগনা।