North 24 Parganas : সাত সকালে সিলিন্ডার ফেটে বহুতলে বিধ্বংসী আগুন

আরও পড়ুন

বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার ডানলপের একটি ফ্ল্যাটে সিলিন্ডার ফেটে আচমকাই আগুন লেগে যায়। ধীরে ধীরে এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে ওই ফ্ল্যাটের বহুতলে। প্রবল বিস্ফোরণের ঘটনায় রীতিমতো কেঁপে ওঠে এলাকার মানুষজন, তাদের মুখে চোখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের সাতটি ইঞ্জিন।

সূত্রের খবর, ডানলপ মোড়ের কাছে ওই বহুতলটির উপরের কয়েকটি তলায় মানুষ বাস করেন। আনুমানিক সকাল এগারোটা নাগাদ তিনতলার একটি ফ্ল্যাটে রান্নার সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। তারপর তা বহুতলে ছড়িয়ে পড়ে। বহুতলের ভিতরে মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন আটকে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মইয়ের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে দমকলকর্মীরা। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আটকে থাকা মহিলা ও শিশুদের উদ্ধার না করা পর্যন্ত স্বস্তি নেই। দমকল কর্মীরা জোর কদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, উত্তর চব্বিশ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close