উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের যৌনপল্লীতে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃত ওই যুবতীর নাম রিনা, বয়স ৩০ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।
স্থানীয় ও পুলিশি সূত্রে খবর, রোজকার মতো বৃহস্পতিবার রাতে সবার সঙ্গে আড্ডা মেরে, গল্প করে, খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমাতে যান তিনি। কিন্তু শুক্রবার সকালে বেলা বাড়লেও তার ঘর থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় সন্দেহ হয় অন্যান্য যৌনকর্মীদের। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রিনার নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসে মাটিয়া থানার পুলিশ। তারা মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।
ফোর্টিন টাইমলাইন, উত্তর চব্বিশ পরগনা।