একাধিক ট্রেন বাতিল উত্তরবঙ্গে

আরও পড়ুন

ব্যান্ডেল এবং শক্তিগড় শাখায় তৃতীয় লাইন সম্প্রসারণের জন্য আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকছে একাধিক রেল চলাচল। মালদা ডিভিশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন এদিন বাতিল করল পূর্ব রেল। ব্যান্ডেল লাইনের ওপর দিয়ে যে সমস্ত ট্রেনগুলি চলাচল করে, সেগুলি সবকটিই বন্ধ থাকবে এর জেরে। পূর্ব রেলের তরফ থেকে এদিন জানানো হয়, শুধু একাধিক ট্রেন বাতিলই নয়, ব্যান্ডেল রুটের একাধিক ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হবে। 

উল্লেখ্য, এদিকে একাধিক ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছে বহু যাত্রী। এই মুহুর্তে শিয়ালদহ, হাওড়া, কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের দিকে একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। সূত্রের খবর, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম এবং মগরা স্টেশন এলাকায় রেললাইন সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এর জন্য মোট ৪৩ টি ট্রেন বাতিল করা হয়েছে এবং রুট পরিবর্তন করা হবে মোট ১৫ টি ট্রেনের।

সাময়িক ভাবে বাতিল থাকছে মালদা থেকে কলকাতা যাওয়ার গৌড় এক্সপ্রেস। বাতিল করা হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, তিস্তা তোর্সা, কামরূপ এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস, এছাড়াও আরও কিছু স্পেশাল ট্রেন। 

২৮-৩১ মে পর্যন্ত বন্ধ থাকছে ১৩০১১/১৩০১২ মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেস বন্ধ থাকবে ২৭-৩১ মে পর্যন্ত। ২৭-৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে বালুরঘাট এক্সপ্রেস। তিস্তা-তোর্সা বন্ধ থাকবে ২৭-৩০ মে পর্যন্ত। হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বন্ধ থাকবে আগামী ২৭-৩০ মে। হাটে বাজারে এক্সপ্রেস বন্ধ থাকবে ২৭-২৯ মে। নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস বন্ধ থাকবে আগামী ২৭ এবং ২৮ মে। কলকাতা যোগবাণী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৭ এবং ২৮ মে। হাওড়া কাটিহার এক্সপ্রেস বন্ধ থাকবে আগামী ২৭-৩০ মে পর্যন্ত। গুয়াহাটি-কলকাতা স্পেশাল বন্ধ থাকবে ২৮ এবং ২৯ মে। নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল বন্ধ থাকবে আগামী ২৭ মে। নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশাল বন্ধ থাকবে ২৬ এবং ২৭ মে। 

এদিকে, এই একাধিক ট্রেন বাতিলের জেরে মহা সমস্যায় পড়েছে একাধিক যাত্রীরা। যাত্রীদের যাতে অসুবিধার মুখে না পড়তে হয়, তার জন্য আগে থেকেই এই ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেকেই এর মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা বা বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ট্রেন বাতিলের ফলে অসুস্থ রোগীদের নিয়ে চিকিৎসার জন্য উদ্বেগ তৈরি হয়েছে রোগীর পরিবারে। শুধু তাই নয়, সাময়িক ভাবে এই ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সমস্যায় পড়েছে ব্যবসায়ী মহল। পরপর এতগুলি ট্রেন বাতিল হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যে বিরাট লোকসান হতে পারে বলে মনে করা হচ্ছে৷ 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close