Uttar Dinajpur : শিশু সদনের আবাসিকদের জন্য এগিয়ে এলেন এক বিড়ি ফ্যাক্টরির মালিক

আরও পড়ুন

করণদিঘির এক বিড়ি ফ্যাক্টরির মালিক এগিয়ে আসলেন রায়গঞ্জ শিশু সদনের আবাসিকদের জন্য ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে।

সূত্রের খবর, করনদিঘির এক বিড়ি ফ্যাক্টরির মালিক মহম্মদ সাহাবুদ্দিন এগিয়ে আসলেন রায়গঞ্জ শিশু সদনের আবাসিকদের জন্য ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে। শিশু সদনের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ফুটবল সহ যাবতীয় সরঞ্জাম কেনা বাবদ ৩৫ হাজার টাকা এবং ফুটবল কোচদের সাম্মানিক বাবদ এক বছরের জন্য আরও ৫০ হাজার টাকা রবিবার শিশু সদনের সভাপতি সুশান্ত রায়ের হাতে তুলে দেওয়া হয়। ঐদিন সেই টাকা তুলে দেন মহম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি সন্তু সরকার।

উল্লেখ্য, শিশু সদনের আবাসিকরা এবছর এ্যাথলেটে রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে।সুশান্তবাবু জানান, সাহাবুদ্দিন সাহেব আমাদের প্রস্তাব দিয়েছিলেন আবাসিকদের নিয়ে ফুটবল টিম গড়লে তিনি সাহায্য করবেন। সেই মতো উনি এগিয়ে এসেছেন। আশাকরি এখান থেকে আমরা ভালো ভালো ফুটবলার গড়ে তুলতে পারব। শিশু সদনের আবাসিকদের নিয়ে  ক্রিকেট, ভলিবল সহ অন্যান্য খেলার টিম তৈরির জন্য সাহাবুদ্দিন সাহেব আগামীদিনে আর্থিকভাবে সাহায্য করবেন বলে জানান সন্তু সরকার। আবাসিকরা জার্সি, বুট পরে ফুটবলের অনুশীলন করায় খুবই খুশি।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শিশু সদন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close