লিচু খেতে গিয়ে মৃত্যু হল সাত বছরের হাসিনার। গরমের ছুটি উপলক্ষে হাসিনা তার মামা বাড়িতে ঘুরতে গিয়েছিল। ধূপগুড়ি (Dhupguri) ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা হাসিনা। দুপুরের খাওয়া-দাওয়ার পর হাসিনার পরিবার এবং তার মামাবাড়ির সবাই একসঙ্গে বসে লিচু খাচ্ছিল বলে সূত্রের খবর।
লিচু খেতে খেতে হঠাৎই একটি লিচুর বীজ হাসিনার গলায় আটকে যায়। এরপর তৎক্ষণাৎ হাসিনাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসিনাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হাসিনার মৃত্যুর কথা শুনে তার পরিবারের সঙ্গে গোটা এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পরে।