Uttar dinajpur : ন্যায় পাওয়ার দাবিতে আদিবাসীদের বনধ পালন চাকুলিয়ায়

আরও পড়ুন

আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টা বনধ সফল করতে চাকুলিয়া থানার কানকি ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের। আদিবাসীদের উপর অত্যাচার ও সামাজিকভাবে বহিষ্কৃত আদিবাসী পরিবারগুলিকে সাংবিধানিক ন্যায় দেওয়ার দাবি-সহ একাধিক দাবিতে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে।

সূত্রের খবর, জাতীয় সড়ক অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও অবরোধ চলছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও বনধে ব্যাপক প্রভাব পড়েছে। দোকানপাট খোলেনি। বেসরকারি গাড়ি বন্ধ। রাস্তাঘাটে মানুষের চলাচল খুবই কম। তবে বনধে তেমন প্রভাব পড়েনি রায়গঞ্জে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে বনধ সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করতে এলে পুলিশি বাধায় সেই অবরোধ হয়নি। দোকানপাট সামান্য কিছু বন্ধ থাকলেও মোটের উপর জনজীবন স্বাভাবিক।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close