মঙ্গলবার ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল আলিপুরদুয়ার চৌপথি সংলগ্ন একটি তুলোর গোডাউন। সূত্রের খবর, এদিন সকালে হঠাৎই ওই তুলার কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে খবর। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে অনুমনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।