Birpara : উদ্বাস্তু বানররা ঠাঁই নিয়েছে বীরপাড়ায়

আরও পড়ুন

বানরের সংখ্যা বাড়ছে বীরপাড়ায় ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে। দলগাঁও চা বাগান এলাকায় বড় বড় গাছগুলি ছিল ওদের বাড়ি।
রাস্তা চওড়া করার কারণে প্রায় প্রতিটি গাছ কেটে ফেলা হয়েছে। তবে শহরে এসে বিপাকে পড়ছে ওরা। উদ্বাস্তু বানররা ঠাঁই নিয়েছে বীরপাড়ায়। বিদ্যুতের তারের সংস্পর্শে মৃত্যু হচ্ছে বানরের ,কখনও আহত হচ্ছে। তিনদিন আগেও বীরপাড়ার দেবীগড় লাগোয়া এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে একটি বানরের মৃত্যু হয়।

সূত্রের খবর, এর আগেও বীরপাড়ায় বানর দেখা যেত। তবে সংখ্যায় কম। এলাকার ব্যবসায়ী সুশীল আগরওয়াল বলেন, ‘নানা কারণে চা বাগান এলাকা থেকে বানরগুলি এখানে আসছে। বানরের সংখ্যা বাড়ছে বীরপাড়ায়। কখনও বিদ্যুতের তারের সংস্পর্শে, কখনও গাড়ির ধাক্কায় মৃত্যু হচ্ছে বানরের। আরেক ব্যবসায়ী সঞ্জয় জৈন বলেন, ‘এর আগে বীরপাড়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে বেশ কয়েকটি বানরের প্রাণ গিয়েছে। পাশাপাশি চৌপথি এলাকায় হাইওয়েতে গাড়ির ধাক্কাতেও প্রাণ হারাচ্ছে বানর। শনিবারও মহাত্মা গান্ধি রোডে বিদ্যুৎস্পৃষ্ট একটি বানরকে রাস্তায় পড়ে দীর্ঘক্ষণ ছটফট করতে দেখা যায়। পরে সেটিকে উদ্ধার করেন বনকর্মীরা। বীরপাড়া স্কোয়াড রেঞ্জের বিট অফিসার জগন্নাথ সাহা জানান, চিকিৎসায় সুস্থ হওয়ার পর বানরটিকে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, খাবারের খোঁজে সারাদিনই বীরপাড়ার নানা মহল্লা দাপিয়ে বেড়াতে দেখা যায় শয়েশয়ে বানরকে। সাধারণত গাছের ডালে অবসর সময় কাটাতে পছন্দ করে ওরা। তবে, দিন-দিন বীরপাড়ায় গাছের সংখ্যা কমছে। অনেকে ব্যক্তিগত স্বার্থে গাছের ডালপালাও কেটে ফেলছেন। ফলে সংকটে বানরের দল।

ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close