শনিবার এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ফালাকাটার কালীপুর গ্রামে। মৃত ওই ছাত্রীর নাম সুস্মিতা। বয়স ১৯ বছর। ফালাকাটা কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিল সে। পরিবারের সদস্যরা এদিন সকালে শোবার ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত কোনও কারনে ওই কলেজ পড়ুয়ার মৃত্যু হতে পারে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।
ফোর্টিন টাইমলাইন, ফালাকাটা।