Alipurduar : হাতির কাটা মাথা উদ্ধার সঙ্কোশ নদীতে, চাঞ্চল্য

আরও পড়ুন

দুপুর সাড়ে তিনটে নাগাদ সঙ্কোশ নদীতে হাতির কাটা মাথা দেখতে পায় বন দফতরের কর্মীরা।বক্সার ভলকা রেঞ্জের রেঞ্জ অফিসারের নজরে আসে ওই কাটা মাথাটি। অসমে হাতির দেহ পাওয়া গিয়েছে বলে দাবি বন মন্ত্রীর।

হাতির কাটা মাথাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য অসম বাংলার সীমানার সঙ্কোশ নদী এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকায় সঙ্কোশ নদী থেকে হাতির কাটা মাথা উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। অসমে খুন হওয়া হাতির মাথা এটি দাবি বন মন্ত্রীর। কালই অসমে যাচ্ছে এই রাজ্যের বন দফতরের প্রতিনিধি দল। পূর্ণবয়ষ্ক পুরুষ হাতিটিকে খুন করে মাথা থেকে হাতির দাঁত কেটে নিয়েছে চোরা শিকারিরা বলে প্রাথমিকভাবে অনুমান এরাজ্যের বন দফতরের।

ফোর্টিন টাইমলাইন, বক্সা, আলিপুরদুয়ার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close