Alipurduar : হাতির হানায় অতিষ্ঠ গ্রামবাসীরা

আরও পড়ুন

দলছুট দাঁতালের হানায় অতিষ্ঠ আলিপুরদুয়ারের মাদারিহাট, বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি ফরেস্ট থেকে একটি দলছুট দাঁতাল প্রতি রাতেই বেরিয়ে ওই এলাকায় হানা দিচ্ছে। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ হাতিটি ইসলামাবাদ গ্রামের হেদায়েতপুর এলাকায় হানা দেয়। বনদফতর সূত্রের খবর, ঘটনায় মোট ৫টি পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিটি সুরত আলির রান্নাঘরের পাকা দেওয়াল ভেঙে খাদ্যসামগ্রী সাবার করে দেয়। এমনকি ওই দাঁতালটি মকবুল হক নামের এক স্থানীয় বাসিন্দার রান্নাঘরও ভেঙে দেয়। পাশাপাশি খতিবর রহমান নামের আরেক গ্রামবাসীর বাঁশের বেড়া ভেঙে ভেতরে শুঁড় ঢুকিয়ে আসবাবপত্রও ভেঙে চুরমার করে দিয়েছে হাতিটি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় লাগাতার হাতির হানা চললেও বন দফতরের কোনও হেলদোল নেই। এমনকি, বনবস্তি লাগোয়া পরিবারগুলির অনেকেই টর্চ লাইট পাননি বলে অভিযোগ। বন দফতরের মাদারিহাট রেঞ্জ জানিয়েছে, হাতির হানা রুখতে টহল চলছে। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close