খাবার জল আনতে গিয়ে জলের ট্যাঙ্কে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু এক চা শ্রমিকের। এমন ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শিলিগুড়ির বাগডোগরার সিগ্রিঝোরা চা-বাগানের একটি কারখানাতে। মৃত এই শ্রমিকের নাম জোহর লাল। বয়স ৪৮ বছর। সিঙ্গিকোরা চা বাগানের বাসিন্দা।ফ্যাক্টরির ভেতর জল সংরক্ষিত রাখার ট্যাঙ্কে জল নিতে যান জোহর লাল। সূত্রের খবর- জল নিতে গেলে জলের ট্যাঙ্কে বোতল পড়ে গেলে বোতলটি তুলতে গিয়ে ট্যাঙ্কে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।