মায়ের সঙ্গে টাকা নিয়ে বচসার জেরে নিজের মা-কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর ঘটনাটি ঘটেছে ,বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া চা বাগানের কোমা লাইনে। মৃত মহিলার নাম বাবলি ওরাওঁ (৬২)। জানা গেছে, ওই মহিলা প্রতিদিন সকালে মেয়ের বাড়িতে যান। এদিন সকালে তিনি না যাওয়ায় মেয়ে মায়ের খোঁজে চলে আসে বাড়িতে। এসে দেখেন- মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে মায়ের নিথর দেহ, পাশে শুয়ে রয়েছে ভাই। এই দৃশ্য দেখামাত্র চিৎকার শুরু করে দেয় সে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ।
উল্লেখ্য,মৃতার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, ব্যাপক মারধর করে শেষে গলায় কাপড় জাতীয় কোনও জিনিস দিয়ে ফাঁস লাগিয়ে মা-কে হত্যা করে ছেলে উত্তম ওরাওঁ। এরপর সারারাত মায়ের দেহের পাশে ঘুমিয়েছিল সে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে এবং দেহ ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের অভিযোগ ,মাঝেমধ্যেই মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করত উত্তম। টাকার দাবিতে মাকে আগেও মারধর করেছে সে। এমনকি বেশ কিছুদিন আগে নিজের স্ত্রী-কে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।