গরম পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র রক্ত সংকট তৈরি হয়েছে। আর সেই রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এলো বালুরঘাট মারোয়ারী যুব মঞ্চ।
সূত্রের খবর বুধবার সকালে বালুরঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বালুরঘাট মারোয়ারী যুব মঞ্চ। এদিনের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ,ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, সংগঠনের সভাপতি ললিত গোয়েঙ্কা, সম্পাদক উত্তম আগরওয়ালা, বিনয় আগরওয়ালা সহ অন্যান্য সদস্যরা। কি বললেন এদিনের অনুষ্ঠানের বিষয়ে বালুরঘাট মারোয়ারী যুব মঞ্চের সভাপতি ললিত গোয়েঙ্কা শুনব-
সম্প্রতি সাধারণ মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান,এর দরুন দেশের প্রয়োজনে রক্তের মজুতের পরিমান সঠিক মাত্রায় বজায় থাকবে বলে আবেদন জ্ঞাপন করেন এদিনের অনুষ্ঠানের মূল স্রষ্টারা। উল্লেখ্য মূলত রক্ত সংকট দূর করতেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এদিন সব মিলিয়ে প্রায় ৫০ জনের রক্তদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।