Jalpaiguri : ক্রান্তির জনসভায় বিজেপি-কে তুলোধনা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন

লোকসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল, তারা নির্বাচনে জিতলে বন্ধ চা বাগানগুলি খুলে দেবে। কিন্তু তা তারা করেনি। বন্ধ বাগান খুলেছি আমরা। কিন্তু ডানকান্স তাদের চারটি বাগান এখনও বন্ধ করে রেখেছে। কেন্দ্রে মোদি সরকার আসার আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। মোদি ক্ষমতায় আসার পরে হয়েছে ১২০০ টাকা। মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডানীর মাঠে নির্বাচনী জনসভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৪০ মিনিটের বক্তব্যজুড়ে উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়ণ, চা শ্রমিকদের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্প ছাড়াও ইকনমি করিডোর, জনস্বার্থে কি কি কাজ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলি তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চেকান্দা ভান্ডানীর মেলার মাঠে জনসভা সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়ীক সম্প্রীতি ও গ্রামোন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গোটা উত্তরবঙ্গকেই এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল শিবির। এদিন বেলা বারোটার কিছুক্ষণ আগে আপার চালসার বেসরকারি রিসর্ট থেকে বেড়িয়ে, বাইরোডে টিয়াবন হেলিপ্যাডে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেলিকাপ্টারে তিনি চেকেন্দা ভান্ডানীর মাঠে নামেন। চারিদিকে তখন তৃণমূল সমর্থক থেকে সাধারণ মানুষের বাঁধভাঙ্গা ভীড়, এরপর মুখ্যমন্ত্রী সেখান থেকে ভান্ডানী মন্দিরে প্রণাম করে উপস্থিত হন জনসভার মঞ্চে।

তবে এদিন মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা জন সমুদ্রে পরিণত হতে দেখা গেছে। মঞ্চে উঠেই তিনি সভাতে উপস্থিত জেলার বিভিন্ন জায়গা থেকে আসা রাজবংশী, আদিবাসী, নেপালী জনগনের উদ্দেশে তাদের ভাষাতেই প্রনাম এবং স্বাগত জানান।

গত রাতে কোচবিহারে বিএসএফ-এর গুলি চালানোর ঘটনার বিষয়ে এদিন মঞ্চ থেকে হুঁশিয়ারী দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও তার বক্তব্য সব বিএসএফ খারাপ নয়। তাদের আইনের কাজ করতে হয়। তাই নিরপেক্ষভাবে কাজ করতে বলব। মঙ্গলবার সকালে কোচবিহারের বাংলাদেশ সীমান্তে গুলি করে মেরে দেওয়া হয়েছে। যারা বিএসএফের গুলিতে মারা গেছে তাদের পরিবারের সদস্য হোমগার্ডের চাকরি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরপরেই তিনি ভাষণে কেন্দ্র সরকারকে একহাত নিয়ে বলেন ১০০ দিনের টাকা দিচ্ছে না মোদি সরকার। এদিকে আমেরিকা যাচ্ছেন। নরেন্দ্র মোদীর আমেরিকা যাওয়ায় প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকাকে কতটাকা দিয়ে এসেছে। রাশিয়াকে কত টাকা দিয়ে কিনেছে যে বাংলাকে এমএসপি দেয়নি বলে প্রশ্ন তুলেছেন। তিনি সভাস্থলে উপস্থিত দলের কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে বলেন, আমরা শান্তিতে নির্বাচন করব। এবার তিনটি ভোট হবে। এছাড়া আগামী কেন্দ্রে থেকে নরেন্দ্র মোদিকে বিদায় দেবার দিন। বাংলায় সিপিএম কংগ্রেস জোট করছে। বাংলায় দিদি থাকলে আপনাদের কোনও নিরাপত্তা কেউ কেড়ে নেবে না।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close