জাতীয় স্তরে সম্মান পেল রায়গঞ্জে নির্মিত কাহিনী চিত্র। গল্পের প্রেক্ষাপট- বিশেষ চাহিদা সম্পন্ন এক আদিবাসী মেয়ের অসম জীবন-যুদ্ধের লড়াই। সমাজের চোখে যে উপেক্ষিতা নারীর অবস্থান মূল্যহীন, লাঞ্চনা-গঞ্জনা তার জীবনের নিত্যসঙ্গী। কিন্তু, তার পরেও তিনি হার মানেননি। ছবি আকঁতে ভালোবাসে এমন আদিবাসী কন্যা। কিন্তু, হাজারও প্রতিকূলতা স্বত্বেও জীবনের সব ভালোবাসার রঙ ফুটিয়ে তুলেছিল সাদা ক্যানভাসে। শেষপর্যন্ত তার অন্ধকারকে আলোর দিকে নিয়ে এসেছিলেন তিনি। এমনই বিষয়বস্তুকে অবলম্বন করে আদিবাসী ভাষায় নির্মিত হয়েছিল এই কাহিনী চিত্র (feature film) “আশা”।
২০২২ সালে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল- এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পেলেন ‘আশা’ ফিচার ফিল্মের অভিনেত্রী ‘ডগর টুডু’। এই কাহিনী চিত্রের প্রযোজক কল্যানী প্রাইভেট লিমিটেডের কর্ণধার তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। সূত্রের খবর, ফিল্মের বেশীর ভাগ শুটিং হয়েছে রায়গঞ্জ শহর সংলগ্ন দক্ষিণ সোহারাই গ্রামে। শনিবার সাংবাদিক বৈঠকে পুরস্কৃত অভিনেত্রী ডগরমণি কি বলেছেন শুনব,
সূত্রের খবর, ছবিটি পরিচালনা করেছেন পল্লব রায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাঁওতালি সিনেমার জনপ্রিয় নায়িকা ডগর টুডু। কলকাতায় মুক্তি পাওয়ার পর এই ছবিটি জায়গা করে নিয়েছিল দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালে। দিল্লির নয়ডায় আয়োজিত এই ফিল্ম ফেস্টিভালে এবারে শ্রেষ্ঠত্বর শিরোপা পেলেন এই কাহিনী চিত্রের অভিনেত্রী।
ডোগোরের বাড়ি পুরুলিয়া মানবাজার ১ নম্বর ব্লকে। ডগর পুরস্কৃত হওয়ায় অনাথ আশ্রমের অধ্যক্ষ প্রদীপ সিংহ-সহ আশ্রমিকরাও। উত্তর দিনাজপুরের মানুষের ধারনা- উত্তর দিনাজপুরে নির্মিত ফিচার ফিল্ম পুরস্কৃত হওয়ায় আগামী দিনে প্রযোজকরা আরও উৎসাহিত হবেন। এবিষয়ে প্রযোজক বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঠিক কি বলেছেন শোনাব,