Darjeeling: সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ দুই

আরও পড়ুন

সান্দাকফুতে ট্রেকিং করতে গিয়ে জঙ্গলে নিখোঁজ হলে গেলেন উত্তর ২৪ পরগনার দুই বাসিন্দা। নিখোঁজ ওই দুই যুবকের নাম দীপেশ সাহা (৪৮) ও বাবাই দে (৩৬)। সূত্রের খবর- গত ২৪ মে ১৮ জনের সঙ্গে ট্রেকিং-এ গিয়েছিলেন দীপেশ ও বাবাই। ট্রেকিং এর শেষবেলায় কলিপোখরি-র জঙ্গলে তারা দু’জন টিমের থেকে বিছিন্ন হয়ে যায়।

প্রসঙ্গত, দীপেশ এবং বাবাই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা। সোমবার সকালে দীপেশ নিজের মোবাইল থেকে তার সহধর্মিনী স্বপ্নাদেবীকে ফোন করে জানান- গত শনিবার থেকে তারা গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছেন। সেইসঙ্গে তিনি আরও বলেন, তাদের সঙ্গে থাকা খাবার এবং জল শেষ হয়ে গিয়েছে।

উল্লেখ্য,পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। বছরের বিভিন্ন সময় কয়েক হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। সেইসঙ্গে বিভিন্ন রকম ‘এডভেঞ্চার’ অনুভব করেন অনেক পর্যটক। এমন এক ঘটনায় আতঙ্কিত সকলেই। অন্যদিকে,এমন ঘটনার খবর পেয়ে স্বপ্নদেবী রীতিমতো ভেঙে পড়েন। তিনি সেই এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে যান । সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত ভাবে জানিয়ে প্রশাসনিক সাহায্য চান। এমতাবস্তায় দুই যুবককে উদ্ধারের জন্য নারায়ণবাবু যোগাযোগ করেন সেই জেলায় কর্মরত জেলাশাসকের সঙ্গে। এখন জেলাশাসকেরা সচেষ্ট হয়ে ট্রেকিং-এ যাওয়া পর্যটকদের উদ্ধার করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close