Darjeeling : খাঁচাবন্দি পাখি উদ্ধার ট্রেন থেকে

আরও পড়ুন

সোমবার বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করে বনদফতর এবং আরপিএফ। ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা স্টেশনে অভিযান চালায় বনদফতরের আধিকারিকেরা। সেখানে গিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে প্রচুর খাঁচাবন্দি পাখি উদ্ধার করে বনদফতর এবং আরপিএফ।

বনদফতর সূত্রের খবর, কোনও বৈধ নথিপত্র ছাড়াই পাখিগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে কার্শিয়াং বনদফতর এডিএফ‌ও ভূপেন বিশ্বকর্মা ও বাগডোগরা রেঞ্জার সমীরণ রাজ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলিকে উদ্ধার করে। অন্যদিকে আরপিএফ সূত্রের খবর, এইভাবে ট্রেনের কামরায় খাঁচাবন্দি পাখি আনা যায় না। যা রীতিমতো আইন বিরুদ্ধ। এ বিষয়ে কৃতভাবে তদন্ত করছে আরপিএফ এবং বনদফতর।

ফোর্টিন টাইমলাইন, বাগডোগরা, দার্জিলিং।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close