আবহাওয়া দফতরের ঘোষণামতই উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টি চলছে সমতলেও। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ির হিলকার্ট রোডে রাত আটটা বেজে পাঁচ মিনিটে বৃষ্টি শুরু হয়। কালিম্পং জেলার রিষপে বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্পও। তড়িঘড়ি জেনারেটর চালিয়ে হোটেল কর্তৃপক্ষকে সাময়িকভাবে আলোর ব্যবস্থা করতেও দেখা গেছে। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি শহরে হালকা ও মাঝারী বৃষ্টিপাত চলছে। দিনভর রোদ মেঘের লুকোচুরির পাশাপাশি বৃষ্টির কারনে শীতল আবহাওয়া বইছে উত্তরবঙ্গের বিভিন্ন শহরে।
কালিম্পং-এর রিষপ এবং শিলিগুড়ির হিলকার্ট রোড থেকে যথাক্রমে অনির্বাণ ঘোষ এবং দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।