ঝরে মৃত্যু বৃদ্ধের ,শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি ইসলামপুরে

শিলাবৃষ্টিতে সব লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে

আরও পড়ুন

রবিবার দুপুরের প্রলয়ঙ্করী ঝড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ পেয়ে ঘটনাস্থলে ইসলামপুরের বিডিও এবং তৃণমূল কংগ্রেস এর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উপস্থিত হন, সাহায্যের আশ্বাস দেন মৃতের পরিবারকে।

পাশাপাশি আচমকাই শিলাবৃষ্টিতে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হ’ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। বেশ কয়েকটি গ্রামের বাড়ি-ঘর ভেঙে চুরমার হয়ে যায় । নষ্ট হয়ে গিয়েছে বহু একর জমির ফসল ধান, ভুট্টা ও শাক সব্জি। বর্তমানে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা।

ইসলামপুর শহর এলাকায় তেমন কোনও ক্ষতি না হলেও ইসলামপুর ব্লকের মজুমদারপাড়া, শুকনাভিটা, দাড়িভিট সহ বেশ কয়েকটি গ্রামের কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close