Jalpaiguri : জলপাইগুড়ি থেকে ফেরার পথে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রী

আরও পড়ুন

দুর্যোগের মধ্যে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। জলপাইগুড়ির জনসভা থেকে ফেরার পথে এমন ঘটনাটি ঘটেছে। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনা এড়াতে বাগডোগরার দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ করানো হয়। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে নামানো হয় মুখ্যমন্ত্রীর কপ্টার।

সূত্রের খবর, পঞ্চায়েতের ভোটের প্রচারের জন্য মঙ্গলবার জলপাইগুড়িতে যান তৃণমূল সুপ্রিমো। জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা সেরে এদিন তিনি সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু তার আগেই আকাশপথে ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। কিছুটা দূর যেতে না যেতেই ঝড়বৃষ্টির কারনে আচমকা জোরে জোরে নড়তে শুরু করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি। এরপর কপ্টারের পাইলট পরিস্থিতি বিবেচনা করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। হেলিকপ্টারের অবতরণের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর বিমানবন্দরের সঙ্গেও কথা হয়। তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তের জন্য এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে খবর।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close