ফের পুলিশের জালে ধরা পড়ল ৪ মাদক কারবারী। উদ্ধার হ’ল কোটি টাকার ব্রাউন সুগার। শিলিগুড়িকে করিডর করে ভিন দেশ বা ভিন রাজ্যে মাদক পাচার এখন পাচারকারীদের নিত্যদিনের কাজ।তবে মাদক মুক্ত শহর গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাদের লাগাতার অভিযানে বর্তমানে পাচারকারীরা কোনঠাশা হলেও বেশ কিছু মাদক চক্র এখনও বেশ সক্রিয়। শুক্রবার এমনই এক মাদকচক্রের ৪ পান্ডাকে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর এসওজি(SOG) এবং এনজেপি(NGP) থানা।
মঙ্গলবার রাত্রে তাদের যৌথ অভিযানে এনজেপি থানার অধীন পোরাঝার থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের থেকে এক কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। অনুমান করা হয়, এর বাজার মুল্য প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা হতে পারে। চারজন অভিযুক্তরা হ’ল আব্দুল রজ্জাক, মুসিদুল মন্ডল, উভয়ই নদীয়া জেলার পলাসীপাড়ার বাসিন্দা। অপরদিকে, হাবিবুর শেখ এবং আতিকুল ইসলাম উভয়ই মুর্শিদাবাদের বাসিন্দা।
পুলিশ সুত্রের খবর, অভিযুক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সাথে জড়িত এবং একটি সংগঠন ড্রাগ কারবারি চক্রের সঙ্গে যুক্ত। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।