ভুল চিকিৎসায় মৃত্যু প্রসূতির

চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু মহিলার

আরও পড়ুন

প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইন্টিয়া গ্রামে। সূত্রের খবর ভুল চিকিৎসা প্রসূতির মৃত্যুর কারণ। এমনটাই অভিযোগ এসেছে পরিবার সূত্রে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে মৃতের পরিবার রাস্তায় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গোয়ালপোখর থানার পুলিশ।

সূত্রে জানা গেছে মৃত গোয়ালপোখর থানার কালারাম সাহাপুর গ্রামের গৃহবধূ শাহানা ( বয়স 20)। রবিবার গভীর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ইন্টিয়া এলাকার এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয়। সোমবার ভোরে পুত্র সন্তান জন্ম দেয় ওই মহিলা। পরিবারসূত্রে অভিযোগ প্রসবের পর থেকেই অস্বাভাবিক রক্ত ক্ষরণ হতে শুরু হয় ওই মহিলার । এরপরেই তাকে বিহারের এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পরেন মৃতের আত্মীয় স্বজনরা।

তারপর মৃতদেহ ওই নার্সিং হোমের সামনে রেখে রাজ্য সড়ক অবরোধ শুরু করে এমনকি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। এখনো অবরোধ চলছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close