Dhupguri : বৃষ্টির মধ্যে দিয়েই হ’ল ‘রান ফর ধূপগুড়ি” ম্যারাথন

আরও পড়ুন

ধূপগুড়ি পুরসভার উদ্যোগে ধূপগুড়ি উৎসব ও ধূপগুড়ি গ্রন্থমেলা উপলক্ষে সোমবার সকালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাদং ২ গ্রাম পঞ্চায়েতের সোনাতলাহাট থেকে এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা-সহ কাউন্সিলররা এবং আধিকারিকরা। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলার অনেক প্রতিযোগি এসেছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষ হাততালি দিয়ে ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহিত করেন।

এদিনের এই ম্যারাথনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তিনজনেই পার্শ্ববর্তী কালিম্পং জেলার বাসিন্দা। প্রথম হয়েছেন বিকাশ ভুজেল, দ্বিতীয় হয়েছেন জয়ন্ত দাস এবং তৃতীয় হয়েছেন বিশাল ছেত্রী।

ম্যারাথন শেষে ধূপগুড়ি ফুটবল ময়দান থেকে বেলুন উড়িয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রথম ধূপগুড়ি উৎসবের আয়োজন করা হয় ধূপগুড়ি পুরসভার উদ্যোগে। নাম দেওয়া হয় “তোমার, আমার, সবার ধূপগুড়ি উৎসব”। ১০ দিনব্যাপী এই উৎসবে গান-বাজনার পাশাপাশি গ্রন্থমেলা ও অনেক কিছুর আয়োজন করা হয়। তবে করোনা আবহে গতবছর এমনকি এবছরও ধূপগুড়ি উৎসব এবং গ্রন্থমেলা উপলক্ষে একাধিকবার দিন ঠিক করা হলেও অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে এদিনের ম্যারাথন-এর আয়োজনে খুশি ধুপগুড়িবাসী।

Fourteen Time Line, Dhupguri

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close