পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান তুলে ধরে বিরোধী দলগুলিকে তুলোধনা করলেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল।
শনিবারের পড়ন্ত বিকেলে রায়গঞ্জের উদয়পুর কৃষকবাজারে অনুষ্ঠিত রায়গঞ্জ ব্লক-১ তৃণমূল কংগ্রেস-এর এক বর্ধিত সাংগঠনিক সভায় দলের জেলা সভাপতি কানাইলাল আসন্ন পুর এবং পঞ্চায়েত নির্বাচনে সকলকে ঝাঁপিয়ে পড়ার অহ্বান জানান। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে শুধু কালিয়াগঞ্জে বড় ব্যবধানে জয় পেয়েছিল বিরোধীদল, পরের বিধানসভা নির্বাচনেই মানুষ নিজেদের ভুল উপলব্ধি করে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে জয় এনে দিয়েছেন। এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন,কেন্দ্রীয় সরকার মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে পারেনি।
সভার শুরুতে আই এন টি টি ইউ এন সি-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস বলেন,প্রকৃত উন্নয়ন কাকে বলে তা করে দেখিয়ে দিয়েছেন এ রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন রায়গঞ্জের উপ-পুরপিতা অরিন্দম ওরফে গোড়া সরকার, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, উত্তর দিনাজপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস কুমার ঘোষ- সহ দলের বহু নেতা-নেত্রী এবং পদাধিকারী উপস্থিত ছিলেন। এদিনের জনসমাগম ছিল লক্ষ্য করার মতো।