জলপাইগুড়ির মালবাজারে ভরসন্ধ্যায় ভয়ানক অগ্নিকাণ্ড

আরও পড়ুন

জলপাইগুড়ি জেলার মালবাজারের এক কাঠের গুদামে ভয়ানক আগুন লাগে গতকাল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনিতে৷ সূত্রের খবর, মালবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কমিটির সভাপতি গোপাল সাহার বাড়ি সংলগ্ন একটি বিরাট কাঠের গুদাম রয়েছে, সেখানেই এই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে গতকাল সন্ধ্যায়। 

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ হঠাৎই গোপাল সাহার গুদাম থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। তার কারণ, ওই এলাকাটি বেশ ঘন জনবসতিপূর্ণ, তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগুন দেখা মাত্রই তা নেভানোর কাজ শুরু করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। কিন্তু, গুদামে প্রচুর পরিমাণ শুকনো কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং আগুন নেভানোও অসম্ভব হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ফোন করে খবর দেয় মালবাজারের দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন তৎক্ষণাৎ ছুটে আসে ঘটনাস্থলে। তবে দুর্ভাগ্য, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কাঠের গুদামটি পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, প্রায় ১০ লক্ষ টাকার কাঠ পুড়ে গিয়েছে। যদিও, এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সেভাবে জানা যায়নি। তবে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close