রামনবমী উপলক্ষে রবিবার বড় মিছিল হল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদের ব্যাবস্থাপনায় রায়গঞ্জ রামনবমী উদযাপন কমিটি এই মিছিলের আয়োজন করে। কয়েক হাজার বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং বিজেপির নেতা-কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশ নেন।
সুসজ্জিত এই র্যালিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিশাল কাটআউট নিয়ে গেরুয়া পতাকা হাতে মিছিলে অংশ নিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। ব্যান্ড পার্টি সহযোগে নানান বাদ্যযন্ত্র ছাড়াও ডিস্ক জকি (ডি জে) বাজিয়ে নাচ-গানের মাধ্যমে সুদৃশ্য এই রামনবমীর শোভাযাত্রা রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে দেবীনগর কালীবাড়ি পর্যন্ত সুদীর্ঘ রাজপথ পরিক্রমা করে।
বর্নাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ স্থানীয় নেতৃত্ব। বিশ্ব হিন্দু পরিষদের এমন রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সমগ্র রায়গঞ্জ শহর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলে উত্তর দিনাজপুর জেলা ও পুলিশ প্রশাসন। এই মিছিল ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনীও।বহুতল বাড়িগুলির ছাদে সিভিক ভলান্টিয়ার বসিয়ে রেখে শোভাযাত্রাকে পর্যবেক্ষণ করা হয়।
এদিন রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন -সহ বিরাট পুলিশ বাহিনী রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার মোড়ে দাঁড়িয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করেন। অন্যদিকে-শান্তির বার্তা দিতেই রামনবমীর শোভাযাত্রা বলে দাবি উদ্যোক্তাদের। বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের তরফে রামনবমীর শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় রায়গঞ্জ শহরে।