Jalpaiguri : শ্রেণীকক্ষে পরিত্যক্ত সুটকেস!

আরও পড়ুন

শুক্রবার একটি ঘরে পরিত্যাক্ত অবস্থায় পরে থাকা একটি সুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল জলপাইগুড়ি শহরের মধ্যে অবস্থিত সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষনাত স্কুলের শিশুদের বাইরে বার করে আনে এবং সেই সময় স্কুল ছুটি দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে পুরো ঘটনাটি জানানো হলে, ঘটনাস্থলে পরে থাকা সুটকেসটিকে পরীক্ষা করার জন্য পুলিশ পৌঁছায়।
ঘটনা প্রসঙ্গে স্কুলের সহকারী শিক্ষক সেতকেতু দেব জানান,” হঠাৎ করে এই ভাবে একটি পরিত্যাক্ত সুটকেস পরে থাকতে দেখে স্বাভাবিক ভাবেই সবাই আতঙ্কিত হয়ে পরেছে, যার জন্য আজকের মতো স্কুল ছুটি দিয়ে দাওয়া হয়েছে।”

ঘটনা প্রসঙ্গে শিক্ষক দিবাকর ঘোষ জানান,” একটি সুটকেস কে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পরে ,তবে তার মধ্যে কি ছিল সেটা জানায় নি, যদিও পরে পুলিশ সেই সুটকেসটি নিয়ে চলে যায়। পুলিশসূত্রের খবর, আপত্তি কর কিছু পাওয়া যায়নি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close